"...To each is a direction toward which he faces. So race one another in good deeds. Wherever you may be, Allah will bring you all together. Indeed, Allah is over all things competent." — Surah Al-Baqarah 2:148
জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতা – ২০২৫ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস এক গৌরবোজ্জ্বল ও বেদনাবিধুর অধ্যায়। এ মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং শিক্ষার্থীদের সাহিত্যিক প্রতিভা বিকাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা আয়োজন করেছে — ❝জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতা – ২০২৫❞ 📝 লিখন বিষয়: ✅ জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ✅ আন্দোলনের অভিজ্ঞতা ✅ প্রবন্ধ (উল্লিখিত যেকোনো একটি বিষয়ে লেখা যাবে) 👥 যারা অংশগ্রহণ করতে পারবে: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীবৃন্দ 📄 প্রবন্ধের নির্দেশিকা: 🔹 শব্দসীমা: ১৫০০ – ৩০০০ শব্দ 🔹 ভাষা: প্রমিত বাংলা 🔹 ফরম্যাট: হাতে লেখা/টাইপ করে (PDF আকারে স্ক্যান করে পাঠাতে হবে) 📅 জমাদানের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫ লেখা পাঠানোর ঠিকানা: Email: chhatrashibirnstu@gmail.com পুরস্কারসমূহ: 🥇 প্রথম পুরস্কার: ২০০০ টাকা 🥈 দ্বিতীয় পুরস্কার: ১৫০০ টাকা 🥉 তৃতীয় পুরস্কার: ১০০০ টাকা 🏅 ৪র্থ – ১০ম স্থানপ্রাপ্ত: ৫০০ টাকা সমমূল্যের বই এছাড়াও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট। আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
A research-based program is initiated for the students of NSTU.
Bangladesh Islami Chhatrashibir, Noakhali Science and Technology University, organized a Quran Olympiad and award ceremony on the occasion of the historic Quran Day on May 11.
Bangladesh Islami Chhatrashibir, Noakhali Science and Technology University, organized a reception program titled "Beacon of Brilliance" for the department place holders and faculty first meritorious students of Noakhali Science and Technology University's 18-19 and 19-20 sessions.